বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪৩০ বার।

বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে শিবগঞ্জের মোকামতলায় সোনাতলাগামী রাস্তার বাবুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধার সিদাই এলাকার আলমগীর হোসেন(৩৪), ইউসুবপুর এলাকার আহসান হাবিব(৪২) এবং সিদাই এলাকার আনোয়ার হোসেন(৩৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

পুলিশের এই কর্মকর্তা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।