বগুড়ায় নতুন পোষাক ও শিক্ষা উপকরণ পেলো স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মার্চ ২০২৫ ২০:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা এলাকার স্বপ্নপূরণ স্কুলে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার পরম মমতায় শিক্ষার্থীদের হাতে এই উপহারগুলো তুলে দেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান। এসময় তিনি বলেন, ছোট্ট একটা সৃজনশীল উদ্যোগ সমাজে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধন করতে পারে যার একটি উৎকৃষ্ট উদাহরণ স্বপ্নপূরণ স্কুল। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানেরা যাদের একসময় সুশিক্ষা গ্রহণ অনিশ্চিত ছিলো  তারা আজ এই স্কুলের মাধ্যমে নিজেদের শিক্ষা জীবনকে এগিয়ে নিচ্ছেন। পাশাপাশি স্বপ্ন দেখতে শুরু করেছেন সম্ভাবনাময় আগামীর। শাহজাহানপুর উপজেলার অজোপাঁড়া গায়ে এমন একটি উদ্যোগের প্রশংসা জানিয়ে শিশুদের সুশিক্ষা নিশ্চিতের মাধ্যমে বেড়ে ওঠার অগ্রযাত্রায় সর্বদা পাশে থাকার কথা বলেন এই কর্মকর্তা।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শাজাহানপুর উপজেলা পরিষদের আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, শাহজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 


উল্লেখ্য, প্রান্তিক অঞ্চলে শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে ২০১৩ সালে স্বপ্ন পূরণ স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়া শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে স্কুলের ১৮টি শাখা সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। 


স্বপ্নপূরণ স্কুলের কার্যক্রম প্রসঙ্গে মিজানুর রহমান জানান, শিক্ষার মধ্য দিয়ে দারিদ্রতা দূরীকরণ এবং জীবনমান উন্নত করতে স্বপ্ন পূরণ স্কুল কাজ করে যাচ্ছে। উপজেলার প্রান্তিক শিশুদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে তাদের জীবন সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে স্বপ্ন পূরণ প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।