বোমা তৈরি করতে গিয়ে কলেজছাত্রের কবজি বিচ্ছিন্ন
পুণ্ড্রকথা ডেস্ক
রাজশাহীর বাঘায় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেন (২০) নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাঘা পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আম বাগানে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সজিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আহত সজিব উপজেলার জোতরাঘব উচ্চবিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দালাল পাড়া গ্রামের সজিব, রাকিব ও শাকিব এক আম বাগানে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিবের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। সহযোগী রাকিব ও শাকিব তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সজিব, রাকিব ও শাকিবকে আটক করে পুলিশ।
আহত সজিবের বাবা জয়নাল হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে নিয়ে পটকা তৈরি করছিল আমার ছেলে। এ সময় তা বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিছিন্ন হয়ে গেছে।’
বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরন আইনে মামলার প্রস্ততি চলছে।