বোমা তৈরি করতে গিয়ে কলেজছাত্রের কবজি বিচ্ছিন্ন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ ১৪:৫৭ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

রাজশাহীর বাঘায় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেন (২০) নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাঘা পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আম বাগানে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সজিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

আহত সজিব উপজেলার জোতরাঘব উচ্চবিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দালাল পাড়া গ্রামের সজিব, রাকিব ও শাকিব এক আম বাগানে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিবের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। সহযোগী রাকিব ও শাকিব তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সজিব, রাকিব ও শাকিবকে আটক করে পুলিশ।

 

আহত সজিবের বাবা জয়নাল হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে নিয়ে পটকা তৈরি করছিল আমার ছেলে। এ সময় তা বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিছিন্ন হয়ে গেছে।’

 

 

বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরন আইনে মামলার প্রস্ততি চলছে।