রণবীরকে নিজের প্রথম ‘স্বামী’ দাবি অভিনেত্রীর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৩৯ ।
বিনোদন
পঠিত হয়েছে ১১ বার।

ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে নিজের প্রথম স্বামী হিসেবে দাবি করলেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।

আসলে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া রণবীর কাপুরের প্রতি ভালো লাগার কথা বলতে গিয়ে এভাবে বলে ফেলেন ঋদ্ধিমা।

 ঋদ্ধিমা ঘোষ ভারতীয় বাংলা ছবির অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন। ২০২৪ সালে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে  তার সুখের সংসার।

সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপট ব্যক্ত করেছেন ঋদ্ধিমা। রণবীর যখন ভারতের কলকাতায় এসেছিলেন, তাকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি। 


তার নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। সেই পডকাস্টে রাহুলকে ঋদ্ধিমা বলেছিলেন, ‘রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।’

ঋদ্ধিমা তার পরই জানান, রণবীরের জন্য তিনি কতখানি ব্যাকুল। অভিনেতাকে নিজের ‘প্রথম স্বামী’ বলেছেন ভক্ত ঋদ্ধিমা। বলেছেন, ‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’।

অভিনয় করতে এসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব হয় ঋদ্ধিমার। কোর্টশিপের পর বিয়ে করেন তারা। যতই রণবীর কাপুরের জন্য মন উতলা হোক ঋদ্ধিমার, তার ও গৌরবের রিয়েল লাইফ জুটি টলিউডে হিট। আদর্শ দম্পতি তারা।