এসি ঘুস, থানার ওসি ক্লোজড
পুণ্ড্রকথা ডেস্ক
গ্রেফতার ও ঘুস-বাণিজ্যকাণ্ডে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি ঘুস হিসেবে এসি নেওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয় তার।
রোববার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনসার উদ্দিনকে প্রধান করা হয়। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়াও এসি ঘুস নেওয়ার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তিনি জানান, কাশিয়ানী থানার ওসি হিসেবে রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খানের বিরুদ্ধে ঘুস-বাণিজ্য, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয়, নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং অজ্ঞাতনামা আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি জাকির হোসেন নামে এক ইউপি সদস্যকে মামলার ভয় দেখিয়ে ঘুস হিসেবে এসি কেনা সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; যা নিয়ে চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।