মার্চ ফর গাজা
বগুড়ায় জিয়া মেডিকেলের শিক্ষার্থীরা ইসরাইলী পণ্য বয়কটের শপথ নিলেন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ ১৫:৫০ ।
দেশের খবর
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে শনিবার বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচী পালন করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় তারা ক্যাম্পাসের ফিরিঙ্গির মোড় বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ কর। মিছিল শেষে তারা ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে শিক্ষার্থীরা ইসরাইলী সব ধরনের পণ্য বয়কটের আহবান জানান এবং শপথ গ্রহণ করেন।
মিছিল ও সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিশু হত্যা বন্ধ করো’, ‘ফ্রি প্যালেস্টাইন,’ এবং ‘নীরবতা মানেই সহমত’ লেখা প্ল্যাকার্ড বহন করে। তারা ইসরাইল বিরোধী নানা শ্লোগানও দেন। বক্তারা গাজায় চিকিৎসক এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিতদের হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলেনও উল্লেখ করেন।
আরও পড়ুন