গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৫ বার।

গাইবান্ধার পালাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারে মাছের আড়তে একমাস আত্মগোপনে ছিলেন অভিযুক্ত সায়াদ মিয়া। তিনি পলাশবাড়ীর বুজরুক বিষ্ণপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। 

 

গতকাল রোববার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লেঃ কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গত ৯ মার্চ পারিবারিক কবরস্থানের পাশে গৃহবধুকে (৩০) একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সায়াদ মিয়া। 

 

এ ঘটনায় ১১ মার্চ পলাশবাড়ী থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করে। এজাহার নামীয় পলাতক আসামি মহাস্থানগড় মাছের বাজারে অবস্থান করছিল। গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণে অভিযুক্ত সায়াদ মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।