রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে।
দিনটি উদযাপন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাংলার লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপাদান ফুটিয়ে তোলা হয়। সড়কের দু'পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ শোভাযাত্রাটি উপভোগ করেন।
শোভাযাত্রা শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের বাংলার ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে অধ্যক্ষ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।