৬ দফা দাবিতে বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ১৬ এপ্রিল থেকে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩১ বার।

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি বাতিলসহ ৬ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হাইকোর্টের রায় প্রত্যাহার এবং নিয়োগবিধি সংশোধনের দাবি জানান তারা।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীরা ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের জিরো পয়েন্ট সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে মুক্তমঞ্চের সামনে তারা সমাবেশে অংশ নেন।

 

সমাবেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল আরাফাত নীরব বলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো যদি দ্রুত বাস্তবায়ন না হয়, তবে আগামী ১৬ এপ্রিল থেকে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

 

শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখ করেন—ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বন্ধ, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।