মধ্যরাতে বিধবার ঘরে যুবলীগ সভাপতি, অতঃপর
পুণ্ড্রকথা ডেস্ক
নাটোরে গভীর রাতে এক বিধবা নারীর ঘরে গিয়ে তার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাছের আলী।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরার পর যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে ওই নারীর সঙ্গে বিয়ে পড়িয়ে দেয় স্থানীয়রা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাছের আলী মধ্যরাতে একই গ্রামের এক বিধবা নারীর ঘরে যান। স্থানীয়রা খবরটি জানতে পেরে ঘরটি ঘেরাও করেন। তখন একটি কক্ষে বাছের ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন তারা।
ভিডিওতে দেখা যায়, তাদের আটকের পর কাজির মাধ্যমে বিয়ে পড়িয়ে দিচ্ছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলীর বয়স ৫০ বছর হলেও তিনি আগে বিয়ে করেননি। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরকম নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এমন খবর জানা নেই।