বগুড়ায় মানবা‌ধিকার রক্ষা ক‌মি‌টির কর্মী‌দের কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ ২০:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের মানবা‌ধিকার রক্ষা ক‌মি‌টির কর্মী‌দের দক্ষতা উন্নয়‌নে দুই দি‌নের প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
শ‌নিবার বগুড়া জেলা প‌রিষধ সভা ক‌ক্ষে কর্মশালার উদ্বোধন ক‌রেন বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও)  সভা‌নেত্রী রওশন রোজী। স্বাগত বক্তব‌্য রা‌খেন সাধারণ সম্পাদক সা‌দেকুর রহমান সোহাগ।


বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালায় বগুড়া, সোনাতলা, শিবগঞ্জ উপ‌জেলার ২৭ জন মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন।


প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রান্তিকজনগোষ্ঠির মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলা, নাগরিকদের মানবাধিকার রক্ষায় করনীয় বিষয়ে, নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করে সমতাসহ সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রীর প্রকল্প এর   এরিয়া কো অর্ডিনেটর তাইবাতুন নেহার, ফিল্ড ফ‌্যা‌সি‌লি‌টেটর দে‌লোয়ার হো‌সেন, প্রকল্প সমন্বয়কারি মাহমুদ মানিক, ক‌বি ও সাংবা‌দিক এইচ আ‌লিম।


হোপ প্রকল্পের লক্ষ্য জেলা এবং জাতীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠির অধিকার রক্ষা ও প্রচারের জন্য যুব ও প্রাপ্ত বয়স্ক মানবাধিকার রক্ষা কর্মী এবং সরকার কর্তৃপক্ষকে শক্তিশালী নেটওয়ার্ক করা। 


প্রশিক্ষ‌ণে সহায়কগণ বৈ‌চিত্র, বহুত্ব, অ‌ধিকার, মানবা‌ধিকার, জেন্ডার, সম্প‌র্কে দলীয় কাজ ও আ‌লোচনার মাধ‌্যমে অংশগ্রহণকারী‌দের তথ‌্য সমৃদ্ধ ক‌রেন।