ক্লাব ছেড়ে পিএসজিতে যাচ্ছেন রিয়াল অধিনায়ক
পুণ্ড্রকথা ডেস্ক
রিয়াল মাদ্রিদের নারী দলের পুনর্গঠন প্রক্রিয়ার শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন ওলগা কারমোনা। ২০২০ সালে সেভিয়া থেকে রিয়ালে নাম লেখানোর পর ক্লাবটিতে নিজের অবস্থান পাকাপোক্ত করে অধিনায়কও হয়েছিলেন। তবে রিয়ালে বছর পাঁচেক কাটানোর পর এখন নতুন গন্তব্যে যেতে পারেন তিনি।
আসছে জুনে রিয়ালের সঙ্গে কারমোনার চুক্তি শেষ। এরপরই তিনি ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেবেন বলে জোরালো গুঞ্জন উঠেছে। কারমোনাকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ তৈরি হয় আসলে ২০২৩ নারী বিশ্বকাপের পর। সেই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলটা করেছিলেন রিয়াল মাদ্রিদের এই লেফটব্যাক। হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়ও।
চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় কারমোনা এখন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার রিয়ালের হয়ে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলেছেন, যেটা রিয়াল নারী দলের হয়ে রেকর্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, কারমোনার প্রথম পছন্দ ছিল নারী ফুটবলের জায়ান্ট ফরাসি ক্লাব লিওঁ। তবে এর মধ্যেই পিএসজি এমন এক প্রস্তাব নিয়ে এসেছে, যা বেশ আকর্ষণীয়। তাতে বিশাল অঙ্কের অর্থের হাতছানি তো আছেই, একই সঙ্গে পিএসজি পুনর্গঠনেও বড় ভূমিকা থাকবে তার।
আদতে ডিফেন্ডার হলেও আক্রমণাত্মক শৈলীর কারণে উইঙ্গার হিসেবেও দারুণ কার্যকরী কারমোনা। প্রয়োজনে খেলতে পারেন মিডফিল্ডেও।