আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন হয়েছে।

বৃস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, এফ শাহজাহানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 স্থানীয় গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করে হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।