গাইবান্ধায় অপহৃত সেই পল্লিচিকিৎসক তিন দিন পর বগুড়া থেকে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫ ১৮:০৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ২৩ বার।

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লি চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) বগুড়া থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আজ সোমবার দুপুরে তাঁকে উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার আজ সোমবার বিকেল চারটায় পল্লিচিকিৎসককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। তাঁকে বগুড়া থেকে গাইবান্ধা সাদুল্লাপুরে আনা হচ্ছে। তবে কোথা থেকে কীভাবে উদ্ধার হলো, সেটা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।


এ দিকে অপহৃত পল্লিচিকিৎসক উদ্ধার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে ওসি বলেন, ঘটনার সময়ের ভিডিওটি দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা। গত শুক্রবার বিকেল চারটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারে ওষুধের দোকানে যাচ্ছিলেন তিনি। হাতি চামটার ব্রিজ এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তাঁরা তাকে জোর করে অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যায়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় পরদিন শনিবার বিকেলে সাদুল্লাপুর থানায় মারধর ও অপহরণের মামলা করা হয়। পল্লিচিকিৎসকের ছোটভাই হিরু মিয়া এই মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।