শাজাহানপুরের কামারপাড়ায় মানসম্পন্ন চারা উৎপাদন ও উন্নত বীজ প্রাপ্তি শীর্ষক মতবিনিময়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫ ২২:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়ায় মানসম্পন্ন চারা উৎপাদন উন্নত বীজ প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কামারপাড়া সবজি নার্সারি মালিক সমিতির আয়োজনে আজ শনিবার (২৪ মে) বিকালে কামারপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সবজি নার্সারি মালিক সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল খাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ, মোসাদ্দেক হোসেন শাওন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) মুঞ্জুরুল ইসলাম, মোস্তাফিজার রহমান, এ.আর মালিক সীডস্’র এরিয়া ম্যানেজার নাজমুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, নার্সারি মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন, রফিকুল ইসলাম, শেরপুর উপজেলার রাণীনগর এলাকার নার্সারি মালিক আসাদ আলী প্রমুখ।

বক্তাগণ বলেন, সবজি চারা উৎপাদন একটি মহৎ পেশা। তাই কৃষকের হাতে সঠিক জাতের সুস্থ সবল চারা তুলে দিতে হবে। এতে কৃষক লাভবান হলে শাজাহানপুরে

উৎপাদিত চারা সুনাম চারদিকে ছড়িয়ে যাবে। অপরদিকে কাংখিত জাতের চারা না

পেয়ে কৃষক প্রতারিত হলে শাজাহানপুরের সবজি চারা থেকে চাষিরা মুখ ফিরে

নিবে। এছাড়া বীজ কোম্পানীগুলো যাতে মানহীন বীজ নার্সারি মালিকদের হাতে

তুলে দিতে না পারে সে বিষয়ে চারা উৎপাদনকারিদের সজাগ থাকতে হবে এবং

উপজেলা কৃষি বিভাগকে ভূমিকা রাখতে হবে।