বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫ ১৮:১২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৮৮ বার।

 বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন হলহলিয়া রেল ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা অজ্ঞাত ওই ব্যক্তি রেল লাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন চিৎকার করে তাকে সরে যেতে বলেন, তবে তিনি সাড়া দেননি কিংবা শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “ভোরে আমরা দেখেছি ওই ব্যক্তি রেল লাইনে বসে আছেন। ট্রেন আসার শব্দ শুনে আমরা অনেক ডাকাডাকি করলেও তিনি শুনলেন না। পরে দ্রুতগতির ট্রেনটি তাকে কেটে দুই টুকরো করে ফেলে।”

 

 

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তির পরনে ছিল লাল গেঞ্জি ও লুঙ্গি। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ নিহতের পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।