কাহালু উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনীতে প্রাক্তনদের মিলনমেলা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ জুন ২০২৫ ১৯:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৪ বার।

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট রিজভী আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএমএ ছালাম, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। 

১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা সোপান বলেন, অনেক দিন পর স্কুল প্রাঙ্গণে এসেছি। যেন প্রাণের নতুন করে স্পন্দন খুজে পেলাম।

২০০৪ ব্যাচের শিক্ষার্থী ফারাবি, শহিদুল ইসলাম জাহিদ বলেন, আমাদের স্কুলে এসছি। আবারও ক্লাসরুমে ফিরে যেতে মন চাইছে।

২০০৬ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জনি, আজাদুর রহমান, সুলতান সরদার, ওয়াহেদ, মামুন বলেন, আজ স্কুলে এসে অ্যাসেম্বলি করতে মন চাইছে। ড্রামস গুলো ডাকছে বাদ্যের তাল তোলার জন্য। ক্লাশ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো দিনগুলো খুব খুব মনে পড়ছে। মনে পড়ছে স্যারদের বকুনি। যাদের বকুনি আমাদের সঠিক পথে পরিচালিত করেছে।

২০২০ ব্যাচের শিক্ষার্থী মিরাজ বলেন, ভালবাসায় ভরে উঠেছে স্কুল প্রাঙ্গণ। আমাদের বিদ্যালয়ের বড় ভাইরা দেশের বড় স্থানে কাজ করছেন যা আজ জেনেছি। তাদের দেখে আমরাও অনুপ্রেরণা পেলাম সামনে এগিয়ে যাওয়ার।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ জানান, এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করা হবে। বিদ্যালয় দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করতে সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এই সংগঠনটি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর মিলন মেলার আয়োজন করবে।

ঈদ পুনর্মিলনীতে সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থীরা এবং ঢাকা থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।