বগুড়ায় ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫ ২২:৪০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪৩ বার।

বগুড়ার ধুনট উপজেলায় নিজের ঘর থেকে গলায় মায়ের ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শাকিল আহম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (০৯ জুন) দুপুর ১২ টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা আতাউল্লাহ গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিল আমম্মেদ রান্ডিলা আতাউল্লাহ গ্রামের গার্মেন্টস কর্মী শফিকুল ইসলামের ছেলে।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিলের বাবা শফিকুল ও মা মরিয়ম খাতুন জীবিকার তাগিদে ঢাকা পোশাক কারখানায় চাকরির সুবাদে সেখানেই অবস্থান করেন। আর শাকিল রান্ডিলা গ্রামে দাদার সঙ্গে বসবাস করে। ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন শফিকুল-মরিয়ম দম্পতি। বাবা-মাকে কাছে পেয়ে শাকিল বিয়ের বায়না ধরে। কিন্ত এই বয়সে বিয়ে করানো যাবে না বলে শাকিলকে জানায় তার মা-বাবা। এতে মা-বাবার প্রতি ক্ষুবধ হয়ে ওঠে শাকিল।

 

এ বিষয়টি নিয়ে রোববার রাতে মা-বাবার সঙ্গে শাকিলের ঝগড়া-বিবাদ হয়। এরপর রাতে যে যার ঘরে সবাই ঘুমিয়ে পড়ে। এ অবস্থায় সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন বেড়া কেটে ঘরে ঢুকে দেখাতে পায় গলায় মায়ের ওড়না দিয়ে ফাঁস লাগানো শাকিলের মৃতদেহ তীরের সাঙ্গে ঝুলছে। এ সময় পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি থানায় অবগত করা হয়। সংবাদ পেয়ে পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে পৌছে।

 

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, নিহত শাকিল আহম্মেদের বিষয়টি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।