বগুড়ায় দিন বদলের মঞ্চের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ জুন ২০২৫ ১৭:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

নতুন প্রজন্মের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ তুলে ধরতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। সোমবার (৯ জুন) সন্ধায় জেলার উদীচী কার্যালয়ে ‘দিন বদলের মঞ্চ’ এ ফল উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরিফুল হক খান রনিক। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন জিন্নাতুল ইসলাম জিন্নাহ, আমিনুল ফরিদ, ফারহানা আক্তার শাপলা, শুভ শংকর গুহ রায় বাবুন, শফিকুল হক পলাশ, সাজেদুর রহমান ঝিলাম ও জয় ভৌমিকসহ অনেকে।

ফল উৎসবে আম, লিচু, কাঁঠাল, জাম, লটকন, কলা, আনারস, বাঙ্গি, তরমুজ, ডেফল, ডেওয়া, খেজুর, করমচা ও পেয়ারা সহ ২০ প্রকার দেশীয় মৌসুমি ফল প্রদর্শন ও পরিবেশিত হয়।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মাঝে দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরা এবং সাহিত্যে ফলের উপস্থিতি নিয়ে সচেতনতা বাড়াতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, ‘সাহিত্যের বড় অংশজুড়ে আছে ফল, ফুল, নদী, গ্রাম ও প্রকৃতি। তাই সাহিত্যিকদের মাটির কাছাকাছি যেতে হবে, মানুষের কাছে যেতে হবে।” তারা দেশীয় ও হারিয়ে যাওয়া ফলের গাছ রোপণের আহ্বান জানান।’