বগুড়ায় ডিবির হাতে জাতীয় পার্টি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ জুন ২০২৫ ২০:৪৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩২৯ বার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলায় পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাসু (৪৫)। নজরুল ইসলাম বাসুর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড় বেলঘরিয়া গ্রামে। তাঁর বাবার নাম আবু সাইদ।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলার এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”