ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না, দাবি ফরাসি প্রেসিডেন্টের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫ ১৮:৪৬ ।
আন্তর্জাতিক
পঠিত হয়েছে বার।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

এর আগে ম্যাক্রঁ জানিয়েছিলেন, ইউরোপ ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ত্বরান্বিত করতে রাজি আছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে, ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, "আমি দাবি করছি- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ কিনা সে নিশ্চয়তাও তাদেরকেই দিতে হবে।"

"সংঘাত বন্ধ করে বড় বিপদ এড়ানোর অবশ্যই উপায় আছে," বলেন মি. ম্যাক্রঁ।

তিনি বলেন, "আমরা ইরানের সাথে ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে আলোচনা ত্বরান্বিত করব।" সূত্র: বিবিসি বাংলা