ত্রিদেশীয় সিরিজ : দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, নেতৃত্বে ডুসেন
পুণ্ড্রকথা ডেস্ক
জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে একঝাঁক নতুন মুখ নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক এইডেন মারক্রামসহ একাধিক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে পাঠানো হয়েছে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নীতির আওতায়। ফলে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার রেসি ভ্যান ডার ডুসেনের হাতে।
সিরিজে অংশ নিচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে, শক্তিশালী নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ জুলাই শুরু হবে এই সিরিজ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুলাই।
দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন করবিন বোশ।
বোশ এর আগে ওডিআই ও টেস্ট খেলেছেন। অভিষেকের অপেক্ষায় থাকা আরো দুই মুখ হলেন রুবিন হারমান ও স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি।
দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার নান্দ্রে বার্গার ও জেরাল্ড কোৎজি। দলে ফিরেছেন প্রতিভাবান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
রেসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোৎজি, রিজা হেন্ড্রিকস, রুবিন হারমান, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাখা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।