'শিডিউল কিনলে ঠ্যাংঠুং ভেঙে বগুড়া পাঠিয়ে দেব'

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ ২৪:০৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৭৫৮ বার।

নাটোরে পল্লী বিদ্যুতের কাজের টেন্ডারের দরপত্র কিনতে এসে হুমকির মুখে পড়েছেন বলে বগুড়ার এক ঠিকাদার অভিযোগ করেছেন। পরে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থেলে এলে তিনি শিডিউল কিনতে পারেন। সূত্র: বিডিনিউজ২৪

 

ফুলবাগান এলাকায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে ৩৫ লাখ টাকা টেন্ডারের দরপত্র কিনতে আসা বগুড়ার ঠিকাদার মো. মিজানুর রহমান রোববার দুপুরে এই অভিযোগ করেন।

 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মো. ফখরুল আলম বলেন, “দরপত্র কিনতে বাধা দেওয়া হয়েছে, এক ঠিকাদার জানালে আমি নিজে গিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। এরপর তিনি সঠিকভাবে দরপত্র কিনেছেন।”

 

 

ঠিকাদার মিজানুর রহমান বলেন, “নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিপোজিট ওয়ার্ক ও মেইনটেনেন্স ওয়ার্ক প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকা করে সাতটি প্যাকেজে ৩৫ লাখ টাকার কাজের দরপত্র বিক্রির শেষ দিন ছিল আজ। শিডিউল কেনার জন্য আমি আসি। এখানে টাকা জমা দিছি, তখন কিছু ঠিকাদার এসে বলছে, ‘আসেন, আমরা গিয়ে কথা বলি’।

 

 

 

“তারা বলেন, যদি শিডিউল কেনেন, তাইলে আপনার ঠ্যাংঠুং ভেঙে বগুড়া পাঠিয়ে দেব। আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনাকে কে পাঠাইছে, আপনি কেন আসছেন, এ ধরনের উদ্ভট কথাবার্তা বলছে।”

 

 

তিনি আরও বলেন, “আসলে চব্বিশ পরবর্তী সময়ে আমি এগুলো বিশ্বাস করি না। পুলিশ-প্রশাসন, সেনাবাহিনী আসার পরে ওরা এখান থেকে চলে গেছে। আমি সুন্দরভাবে শিডিউল নিয়ে চলে যাচ্ছি।”

 

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।”

 

নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজান হোসাইন বলেন, “নাগরিকের নিরাপত্তার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”