বগুড়ায় মাটির মসজিদের ইমামকে ছুরিকাঘাত
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের মালতিনগর এলাকার ঐতিহ্যবাহী মাটির মসজিদের ইমাম হাফেজ আবদুল মান্নান (৭৪) ছুরিকাঘাতের শিকার হয়েছেন। সোমবার (৩০ জুন) জোহরের নামাজের ঠিক আগে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারী দেলোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। আহত ইমাম ও হামলাকারী দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল বলেন, "তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি।"
বনানী ফাঁড়ির এসআই জাহিদুর রহমান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ আবদুল মান্নান দীর্ঘদিন ধরে মালতিনগরের মাটির মসজিদের ইমামতি করছেন। তার বাড়ি শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে হলেও তিনি মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
হামলাকারী দেলোয়ার হোসেন ভাটকান্দি মধ্যপাড়ার ইউসুফ আলীর ছেলে। সোমবার বেলা ১২টার পর থেকেই তাকে মসজিদ এলাকায় একটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। জোহরের আজানের পরপরই ইমাম মসজিদের দিকে আসছিলেন। তখনই দেলোয়ার অজ্ঞাত কারণে তার ওপর হামলা চালান।
দেলোয়ার সঙ্গে থাকা সুচালো রড ও ছুরি দিয়ে ইমাম আবদুল মান্নানকে একাধিকবার আঘাত করেন। ইমাম মসজিদের পাশের ড্রেনে পড়ে যান। এসময় স্থানীয়রা ছুটে এসে ইমামকে উদ্ধার ও দেলোয়ারকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে বনানী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারকে উদ্ধার করে থানায় নেয়।
এলাকাবাসীদের বরাতে পুলিশ জানায়, দেলোয়ার একজন ভবঘুরে এবং তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি।