নওগাঁয় মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি
তীরনিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান সান্তাল হুল ১৭০ তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।হেকস ইপার বাংলাদেশের সহযোগিতায়
আজ সোমবার সকালে জেলার ধামইরহাট উপজেলার জগদল আদিবাসী স্কুল এ কলেজে বিশ্ব
সান্তাল হুল দিবসের আয়োজন করা হয়। মেরীমরমুর সভাপতিত্বে আলোচনায় ‘১৮৫৫-৫৬’ খ্রিস্টাব্দের সান্তাল হুল, বর্তমান প্রেক্ষাপট ও সংস্কৃতি শীষক আলোচনা সভায় সংস্কৃতি কর্মী, -জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ সভাপতিও -বাংলাদেশ সান্তাল বাইসির চেয়ারপার্সনএস সি আলবার্ট সরেন ,হেকসকিপার রাজশাহী বিভাগের কো অডিনেটারআ ফ ম রুকুনুল ইসলাম,
থ্রাইভ প্রকল্প ফোকাল পার্সন মদন দাস, ডাসকো ফাউন্ডেশন রাজশাহী বিভাগের কো অডিনেটর তোফাজ্জ্বল হোসেন, ঢাকা জজকোটের আইনজীবী এ্যাড: প্রমিলা টুডু, জামুকা ঢাকার সম্পাদকডা: ফয়েজুল হাকিম (লালা), ধামইরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এ টিএম বদিউল আলম, অধ্যাপক: সুদর্শন মালো প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সাঁওতাল সম্প্রদায়ের নানাভাবে নিযার্তন বন্ধ ,তাদের নিজস্ব ভূমি,ভাষা ,শিক্ষার অধিকার বাস্তবায়নসহ নারীদের শিক্ষিত ও তাদের র্ সামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহনের দাবি করেন। শেষে তীর ধনুক প্রতিযোগিতায় অংশগ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।