নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ;জামাই শ্বশুর সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা ও সদর উপজেলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছি পুলিশ ও রাব। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ জামাই শশুর সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন,বুধবার ( ৯ জুলাই) সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আল মামুন বাবু (৪৬) ও তার জামাই মুক্তার হোসেন (২৮)কে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে আল মামুন বাবুর নিকট থেকে ৬০ পিস ও মোক্তার হোসেনের নিকট থেকে ১৪০ পিচসহ ২শ পিচ ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প এর একটি দল একইদিন দুপুর ১২ টার দিকে নওগাঁ জেলার বদলগাছীর বেগুনজোয়ার গ্রামে অভিযান চালিয়ে ১৪.৪ কেজি গাঁজাসহ সোহরাব হোসেন(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা র্য্যবের কাছে স্বীকার করে বলে র্য্যব এর পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেফতার সোহরাব হোসেন বেগুন জোয়ার গ্রামের মৃত জনাব আলী মন্ডল ছেলে।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।