রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে বগুড়া
অরুপ রতন
এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হারে সেরা হয়েছে বগুড়া জেলা। বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার দুপুরে এসএসসির ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। রাজশাহী বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডজুড়ে গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।
পাসের হারে বগুড়ার পরই রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেখানে পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন। প্রায় কাছাকাছি জয়পুরহাট—পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন।
অন্যদিকে পাসের হারে সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ জেলা। সেখানে পাস করেছে ৭১ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী। তবে এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন, যা অনেক জেলার তুলনায় বেশি।
রাজশাহী বোর্ডের বাকি জেলার ফল এমন— নওগাঁয় পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ, জিপিএ-৫: ২,৪৮১, নাটোরে পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫: ১,৩৪১, পাবনায় পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ, জিপিএ-৫: ২,৭১০জন।