৪৮তম বিশেষ বিসিএস স্থগিতের খবর সত্য নয় : পিএসসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ১৯:২৭ ।
চাকরির খবর
পঠিত হয়েছে বার।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সংবাদ বিজ্ঞপ্তিটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচরে এসেছে। ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ রকম কোনো প্রেস বিজ্ঞপ্তি পিএসসি থেকে দেওয়া হয়নি।

এতে বলা হয়েছে, এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

সবশেষ সোশ্যাল মিডিয়ায় পিএসসি সংক্রান্ত কোনো মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।