দুর্নীতির অভিযোগে সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ ২০:১৬ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নির্দেশনা দেন।

দুদকের উপপরিচালক আজিজুল হক আদালতে আবেদনে জানান, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে জানতে পেরে দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা থাকায় তদন্তাধীন অবস্থায় তাকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া প্রয়োজন।

আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন, যা তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।