৩৮ বছরের সাকিব আর কতদিন খেলবেন, জানালেন নিজেই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ ২০:২২ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

জাতীয় দলে এখন একপ্রকার ব্রাত্য সাকিব আল হাসান। বর্তমানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই সময় কাটছে তার। বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলছেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন। এর মধ্যে প্রথম ম্যাচে ব্যাটে-বলে পারফর্ম করলেও পরের দুই ম্যাচেই ব্যর্থ এই অলরাউন্ডার।

এখনো আগের মতোই ক্রিকেটটা উপভোগ করেন জানিয়ে ২৮ বছর বয়সি সাকিব বলেন, ‘আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব।’

এদিকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবকে ‘গ্রেটেস্ট অলরাউন্ডার’ আখ্যা দিয়ে বলেছিলেন, তার জন্য জাতীয় দলের দরজা খোলা।

এতে সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন জোরালো হয়। তবে এরপরই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবের ফেরার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা (ক্রিকেটের বাইরের) গুলো গেল দুই বছর ধরেই চলছে। এই তথ্যটা আসলে গুজব কি না আমি জানি না। তবে আমি তো বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।’

প্রসঙ্গত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেন সাকিব। পরে মাগুরা থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অলরাউন্ডার।

সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগ রয়েছে। অভ্যুত্থান চলাকালে তার নীরব ভূমিকা ব্যাপক সমালোচিত হওয়ার পর ফেসবুকে এক খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।