গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১৬:৪৬ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির পথসভা শেষে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি সেনা ও পুলিশের সঙ্গে মাঠে কাজ করছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, মাইক ও সাউন্ড বক্স ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিকেল সাড়ে ৩টার দিকে শহরে এনসিপির গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

এর আগে, সকালে ইউএনও’র গাড়িবহরে হামলা এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

এইসব হামলার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন। সেনাবাহিনী অভিযান চালিয়ে অন্তত সাতজনকে আটক করেছে, যদিও তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে কোটালীপাড়া, টেকেরহাট ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, জুলাই পদযাত্রা উপলক্ষে পুলিশকে লক্ষ্য করে হামলা ও সরকারি গাড়ি ভাঙচুর হয়েছে।

‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ‘মার্চ টু গোপালগঞ্জ’ শীর্ষক পথসভা আয়োজন করে এনসিপি, যার জেরে গোটা শহরজুড়ে সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়।