প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন শারমিন আহমদ ও সোহেল তাজ
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ১৮:৪০ ।
দেশের খবর
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। তিনি তার পোস্টে সাক্ষাতের একটি ছবিও যুক্ত করেছেন। পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড আইডি থেকেও এক পোস্টে সে তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।
এসময় শারমিন আহমদ তার নিজের লেখা — তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা— বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
আরও পড়ুন