বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর গলায় ফাঁস

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ ১২:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩১৭ বার।

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়ক পাড়ায় এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামের এক মেয়েকে বিয়ে করে। ওই স্ত্রীকে নিয়ে মাসখানেক আগে নিজের বাড়িতে এলে পরিবারের লোকজন তাদের মেনে নেয়না। পরে সে স্ত্রীকে নিয়ে দামগাড়া ভাড়া বাসায় উঠেন। নন্দীগ্রামে আসার পর সাব্বির হোসেন হোটেল শ্রমিকের কাজ করে সংসার চালাতো। সপ্তাহখানেক আগে স্বামী- স্ত্রীর মধ্যে কলহের কারণে স্ত্রী সুমাইয়া ঢাকায় চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সাথে বেঁধে ফাঁস দেয়। সুমাইয়া খাতুন ভিডিও কল কেটে তাদের প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা গিয়ে সাব্বির হোসেনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

 

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।