বগুড়ায় ট্রাকের ধাক্কায় ঘুমন্ত চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ ১৩:৪৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫২ বার।

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কায় ঘুমন্ত এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হেলপার। সোমবার ভোরে শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকার বগুড়া- রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন , চালক মনির হোসেন তখন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে।

 

তিনি আরও জানান, মরদেহ হস্তান্তর করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।