বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাইভারের মৃত্যু
শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদিঘী বিএডিসি সেচ ভবনের স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ফুলদিঘী বিএডিসি দক্ষিণ ক্যাম্পাস কোয়ার্টারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার। তাঁর পিতার নাম মো. শহিদুল্লাহ সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাসায় ভাত রান্নার সময় শফিকুল ইসলাম অসাবধানতাবশত দরজার গ্রিলের সঙ্গে বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট ঘটনা আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানতে পারবো।