কাহালুতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫ ১৮:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।
বগুড়ার কাহালুতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হয়েছে।
 সোমবার (১৮ আগস্ট উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা, সফল মৎস্য চাষি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নুর নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব। 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিরা।