ষষ্ঠ নিয়োগ সুপারিশের ফল যখন দেখতে পাবেন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৫ ১২:১২ ।
শিক্ষাঙ্গন
পঠিত হয়েছে ৫৪ বার।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক পদে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ হবে  মঙ্গলবার। এদিন বিকেল পৌনে ৩টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সুপারিশ প্রকাশ করা হবে। শিক্ষা উপদেষ্টা সুপারিশ প্রকাশের অনুমোদন দিয়েছেন।

 

সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, এবার ৪১ হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন।

 

এর আগে ১৬ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আবেদন ২২ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়। এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলে। ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছেন। আবেদনকারীর বয়স ৪ জুন সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি ছিলো এক হাজার টাকা।

 

 

এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ ঠা জুন। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে।

 

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বলতে, স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদরাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে একহাজার ১১০টি উল্লেখ করা হয়েছে।