বগুড়া শহর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অগাস্ট ২০২৫ ১৬:০৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২৪৮ বার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামি ও বগুড়া শহর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রাকিব মাহমুদ রাখী (৩২) ওরফে ডেভিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর থানার ছোট কুমিরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছোট কুমিরা মধ্যপাড়ার  আ. রাজ্জাকের ছেলে। 

 

এসব তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।