ডিবিসি টেলিভিশনের নওগাঁ প্রতিনিধির উপর হামলা;সাংবাদিক মহলে ক্ষোভ,জড়িতদের গ্রেপ্তারের দাবী
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য চিত্র সংগ্রহ করতে গিয়ে ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক একে সাজুর উপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে টেনে হিচড়ে অফিসের মধ্যে নিয়ে গিয়ে কলাপসেবল গেট লাগিয়ে তাকে আটকে রেখে এলোপাতাড়ি কিলঘুসি মেরে তার নিকট থেকে ক্যামেরা, মোবাইল ও ডিবিসির পরিচয় পত্র কেড়ে নেওয়া হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে সাব-রেজিস্ট্রার অফিসে ভিতরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানি তিনি আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে এই ঘটনা কে কেন্দ্র করে জেলার সাংবাদিক ও সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে
। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু জানান, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পযন্ত জমি রেজিষ্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে বুধবার বিকালে আমি সাব-রেজিষ্ট্রি অফিসের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলতেছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি সাব- রেজিষ্ট্রি অফিসের ভিতরে জমির রেজিষ্ট্রি নিয়ে দলিল দাতা-গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারির ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাঁধা দেয়, তখন আমি তার পরিচয় জানতে চাইলে, সে বলে থানার লোক কোন ভিডিও করা যাবে না, তখন আমি বলি কেন ভিডিও করবো না। তার সাথে কথার কাটাকাটির এক পযার্য়ে সে আমার শাটের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে একরকম টেনে হিজরে আমাকে সাব রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে কলাপসিবল গেট লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ার ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র ( আইডি কার্ড) ছিনিয়েই নিয়ে আমাকে আটক করে রাখে।
পরে খরব পেয়ে স্থানীয় পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থা হওয়ায় কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
সুশাসনের জন্য নাগরিক সুজন এর নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, হামলাকারীরা বিএনপির বিভিন্ন অংঙ্গ সংগঠনের সাথে জড়িত বলে জানতে পেরেছি। তারা রেজিষ্ট্রি অফিসের দালালি ও অনিয়ম দূর্নীতি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে বা অভিযোগ দিতে সাহস পায় না।
তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনা তীব্র নিন্দা জানিয়ে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন এ কে সাজুর উপর হামলা এটা নেক্কারজনক ঘটনা। এই ঘটনায় সাংবাদিকরা চুপ থাকবে না। সন্ত্রাসী যে হোক, তাদেরকে গ্রেফতার করা না হলে, আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা বাসদের সমন্বয় জয়নাল আবেদীন মুকুল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেকোনো অনিয়ম দুর্নীতির তুলে ধরায়ে সাংবাদিকদের কাজ, সেই কাজই করতে গিয়ে ডিবিসির প্রতিনিধি একে সাজু হামলার শিকার হয়েছে, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। যে ঘটনা ঘটেছে তা ফ্যাসিষ্ট সরকারকেও হার মানিয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো: শাহীন রেজা বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থল থেকে সাংবাদিক একে সাজুর উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।