পরিচয় মিলল লালশার্ট পরা সেই ব্যক্তির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৫ ১৪:৫৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৩৮০ বার।

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আলোচিত লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় মিলেছে। হামলায় অংশ নেয়া লাল শার্ট পরিহিত ব্যক্তি একজন পুলিশ সদস্য।

 

শনিবার দুপুরে নুরুল হক নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করা হয়। ওই পুলিশ সদস্য ছাত্রনেতা সম্রাটের ওপরও হামলা চালিয়েছেন।

পোস্টে বলা হয়, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান বিপি নম্বর - ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে।’

 

তবে, লাল শার্ট পরিহিত ওই যুবক ডিবির কেউ নন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

 

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

 

এ ঘটনায় ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের সঙ্গে ফোনে কথা বলে খোঁজ নিয়েছেন। তিনি হামলার ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, নুরের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের অপকর্মে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

 

এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।