বগুড়ায় খুন হওয়া শাকিলের পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৪ বার।

বগুড়ার ফুলবাড়ি নদীপাড়ে খুন হওয়া অটোরিকশা চালক শাকিল মিয়ার পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ। দরিদ্র শাকিলের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়ে পরিবার। অকেজো অবস্থায় থাকা অটোরিকশাটি সচল করে দিয়েছেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

 

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানায় নিহত শাকিলের স্ত্রী মালেকা খাতুনসহ পরিবারের সদস্যদের হাতে অটোরিকশার তিনটি ব্যাটারি ও চার্জারের সরঞ্জাম তুলে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির।

 

পুলিশ জানায়, গত ১৪ জুন রাতে একদল সন্ত্রাসী বাড়ি থেকে শাকিলকে তুলে নিয়ে যায়। সদর উপজেলার ফুলবাড়ি মৃধাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে তাকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

 

সদর থানার ওসি মো. হাসান বাসির বলেন, নিহত শাকিল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুর পর পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর পুলিশ সুপার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।