বগুড়ায় ছাত্রীকে অনৈতিক কাজে প্ররোচনার অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক কাজে প্ররোচনার অভিযোগে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্কুল চলাকালীন সময়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) ছুটির পর বিদ্যালয়ে ডেকে নিয়ে উক্ত ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা চালান প্রধান শিক্ষক। কৌশলে নিজেকে রক্ষা করে ছাত্রীটি বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়। পরদিন বিষয়টি জানাজানি হলে স্কুল খোলার পরপরই স্থানীয়রা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা শান্ত হয় এবং পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, “পুলিশের সহযোগিতায় প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা সহকারী শিক্ষা অফিসারের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”