পাঁচটি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে সাদিকের ভোট ৭৫১৬, আবিদের ৩৬৫৩
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩১ ।
দেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মোট আটটি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৭৫১৬ ভোট। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৩৬৫৩ ভোট। এ ছাড়া উমামা ২৩৫৫ এবং শামীম হোসেন ২৪০৯ ভোট পেয়েছেন।
আর ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ পেয়েছেন ৫৬৩৮ ভোট। এ ছাড়া মেঘমল্লার বসু ৩৪৬৫; তানভীর বারী হামীম ২৭৫৩ ভোট পেয়েছেন।
এই পাঁচ ভোটকেন্দ্র হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
অন্য তিনটি ভোটকেন্দ্র হলো সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।
আরও পড়ুন