নওগাঁয় গাঁজা উদ্ধার ; সান্তাহার স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 সোমবার বিকেলে ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

 

এর আগে আজ সোমবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এস আই আমিরুল ইসলাম, এএসআই সাহাবুদ্দিনসহ-সঙ্গীয় পুলিশ ফোর্স ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন:  বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০) । তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। একই পৌরসভার ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫), মৃত রফিকউল্লাহ’র ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। সোহাগের স্থায়ী ঠিকানা নোয়াখালীর মুরাদপুর, বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করেন।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অন্য জেলা থেকে একটি বাসযোগে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়।

 

এসময় দেখা যায়, মোমিনুল ইসলাম সোহাগ একটি ট্রাভেল ব্যাগ, রুবেল হোসেন ও সোনিয়া ওরফে সনির  কাছে হস্তান্তর করছেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও পাওয়া যায় নগদ ৯ হাজার ৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন।

 

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোমিনুল ইসলাম বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করে থাকেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।” তিনি আরও জানান, মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।