বগুড়ায় ওয়ার্ড আ.লীগ সভাপতি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯ ।
বগুড়ার খবর
আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা মো. আজিজুল হক ওরফে মনজু (৫০) কে গ্রেপ্তার করেছে। তিনি নশরতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সোমবার আদমদীঘি থানার দত্তবাড়িয়া হিন্দুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আহম্মদ আলীর ছেলে।
তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা নং-১৪, তারিখ ২৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে দায়েরকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
আরও পড়ুন