সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে অধিগ্রহণকৃত ভূমির চেক বিতরণ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৩১ বার।

সিরাজগঞ্জ-বগুড়া নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রথম দিনে তিনি দুইটি আবেদনের বিপরীতে ১ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ২৭৫ টাকা ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

 

নতুন রেলপথের জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার ১৪টি, কামারখন্দ উপজেলার ৪টি এবং রায়গঞ্জ উপজেলার ১৯টি মৌজার মোট ৩৭টি মৌজার ৪২০.৬৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ আরও একধাপ এগিয়ে গেল।

 

জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ধাপে ধাপে প্রক্রিয়াধীন অন্যান্য আবেদনের বিপরীতে জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। নতুন রেল সংযোগ বাস্তবায়নের ফলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।