টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ ১৫:৪৩ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৪৯ বার।

দেশের আকাশে আবারও মেঘের ছায়া ঘনাচ্ছে। মৌসুমি বায়ু দুর্বল থাকলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময় মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

 

বুধবার (৮ অক্টোবর): দেশের আট বিভাগে (রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিও হতে পারে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে শনিবার (১১ অক্টোবর) পর্যন্ত একই ধারা বজায় থাকবে। অধিকাংশ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে।

 

রবিবার (১২ অক্টোবর) খুলনা বিভাগের কয়েকটি স্থানে বজ্রবৃষ্টি হতে পারে; তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে উঠবে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে ক্রমে বিদায় নিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।