ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদ বগুড়া সচেতন শিক্ষক সমাজ নেতৃবৃন্দের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ২৩:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩২ বার।

শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ও ১৫০০/- টাকা চিকিৎসা ভাতার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে  ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে  শিক্ষক-কর্মচারিদের চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে  পুলিশের বর্বরোচিত হামলা (সাউন্ড গ্রেনেড, জলকামান, লাঠিচার্জ) ও হয়রানিমূলক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  'সচেতন শিক্ষক  সমাজ, বগুড়া'র আহ্বায়ক সুজল কুমার সরকার ও সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ। আজ রোববার সন্ধ্যায়  প্রদত্ত এক বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ন্যাক্কারজনক হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বগুড়া শহরের সাতমাথায়  মানববন্ধন/ বগুড়া কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচি পালন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শিঘ্রই কর্মসূচির  তারিখ ও সময় জানানো হবে। এ বিষয়ে মানসিক প্রস্তুতি নিতে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীগণের প্রতি নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।