নির্বাচনের ফল মেনে নিয়ে শিক্ষার্থীদের যা বললেন ছাত্রদলের এষা
পুণ্ড্রকথা ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে এষা ঘোষণা দেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত!’
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।’
২০২৫ সালের রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।