তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই- সৌরভ হাসান শিপলু
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার শাজাহানপুরের মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাড়িয়া স্কুল মাঠে সংগঠনের সভাপতি বাদশা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু। এসময় তিনি বলেন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ-সতেজ রাখে। শৃঙ্খলা শেখায়। একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে।এখানে যারা খেলবে, তারা শুধু জয়-পরাজয়ের অভিজ্ঞতা অর্জন করবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা গ্রহণ করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, তরুণদের মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বেরিয়ে আসতে হবে। মাঠে নামলে তারা শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করবে না, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু-কিশোরদের জন্য খেলাধুলার বিকল্প নেই, কারণ এটি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল সীডস্ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ¦ শাহাদত হোসেন। আমরুল ইউপি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল। এসময় আরোও বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ আলী,যুগ্ন-সম্পাদক শামিনুর রহমান, রফিকুল ইসলাম,রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবদলের শামীম হোসেন, সাদ্দাম হোসেন,রবিন,সজল,বেল্লাল, হোসেন, জিতু,জাহিদ,নিরব,রনি সহ প্রমূখ। খেলায় অংশগ্রহন করেন নগর অলস্টার ক্লাব বনাম কুলক্যাট বিপনী বিতান রানার প্লাজা।